দিনের আরেক ম্যাচে শেষ মুহুর্তের গোলে জয় পেয়েছে পুলিশ ফুটবল ক্লাব। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে লীগের একেবারে তলানীর দল আরামবাগ ক্রীড়া সংঘের মুখোমুখি হয় পুলিশ ক্লাব।
আরামবাগের অবনমন নিশ্চিত হয়ে গেলেও এই ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে পেছনে ফেলার সুযোগ ছিলো তাদের কাছে।কিন্তু তারা সেটা পারেনি।
ম্যাচে এক মাত্র গোলটি করেন মোহাম্মদ জুয়েল। এই ম্যাচ জয়ে ২২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে পুলিশ ক্লাব। অন্যদিকে ২২ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে লীগে একেবারে সবার শেষে রয়ে গেলো আরামবাগ।