করোনাকালীন স্থগিতাদেশ কাটিয়ে মাঠে ফিরছে দেশের ফুটবল। নেপালের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে খেলায় নামবে জামাল ভুঁইয়ারা। তবে ভালো সংবাদ হয়ে এসেছে, কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশকে। ম্যাচটি হতে পারে ডিসেম্বরেই।
তবে এখন কাতার ম্যাচ নিয়ে ভাবতে রাজি নন বাংলাদেশের কোচ জেমি ডে। জেমি বলেন, ‘আমরা কাতার ম্যাচ নিয়ে ভাবছি না। আমাদের পুরো মনোযোগ নেপালের বিপক্ষে ম্যাচ দুটিতে। এ মুহূর্তে এটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
কাতারে বাংলাদেশ খেলতে গেলে নেপালের বিপক্ষে ম্যাচগুলো যে কাজে দিবে এটাও স্বীকার করছেন জেমি ডে, ‘যদি কাতারের বিপক্ষে ম্যাচ হয়, তাহলে তার প্রস্তুতি হবে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে। কাতারে যাওয়ার আগে আমরা খেলার মধ্যে থাকব।’
কাতারের বিপক্ষে ম্যাচ দুটি কঠিন হবে। তার আগে থাকতে হবে ১৪ দিনের কোয়ারান্টাইনে। এটিও একটি চ্যালেঞ্জই। তবে কাতারের লীগের দুটি দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের আরো ঝালিয়ে নেয়ার সুযোগ পাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।