অবশেষে প্রধান কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভুঁইয়া এসে যোগ দিয়েছেন ক্যাম্পে। যদিও এখনই অনুশীলনে যেতে পারছেন না তারা। আইসোলেশন শেষে প্রস্তুতিতে যোগ দেবেন তারা।
প্রধান কোচ জেমি ডে’র সাথে এসেছেন তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসি এবং সদ্য নিয়োগ পাওয়া গোলরক্ষক কোচ লেস ক্লিভলিক। ‘অনেক দিন পর ফুটবলাররা মাঠে ফিরছে, এটা বাংলাদেশের ফুটবলের জন্য খুব ভালো খবর। সামনে দুটো ম্যাচ খেলব আমরা, সুতরাং ট্রেনিংয়ের সময়টা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সামনের দিকে তাকিয়ে আছি আমি।’ – ফুটবলের ফেরাটাকে বড় করে দেখছেন কোচ জেমি ডে।
ইতিমধ্যে ক্যাম্পে যোগ দিয়ে অনুশীলন শুরু করেছেন আরেক প্রবাসী ফুটবলার তারিক কাজী। আবহাওয়াই তার জন্য মূল চ্যালেঞ্জ বলে জানান তারিক। তবে সবকিছুর সাথে মানিয়ে নিয়ে জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে চান তিনি।
উল্লেখ্য যে আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।