বাংলাদেশ ফুটবলে বড় সমস্যা অনিয়মিত থাকা জেলা ফুটবল লিগ। কোনো জেলায় ফুটবল লিগ নিয়মিত হয়না। আবার কোনো কোনো জেলায় হলেও তা দ্রুত সময়ের মধ্যে শেষ করে দেয়া হয়। এমন অনেক অভিযোগ আছে। তাই আগামীতে যাতে জেলা বা তৃণমূল পর্যায়ের লিগ নিয়মিত মাঠে গড়ায় তার জন্য দায়িত্বটা নিজেই কাধেই তুলে নিয়েছেন বাফুফে সভাপতি।
জেলায় পরপর দুই বছর লিগ না গড়ালে কাউন্সিলরশিপ থাকবে না জেলা অ্যাসোসিয়েশনগুলোকে এমনটাই জানিয়েছিলেন বাফুফে বস কাজী মো: সালাউদ্দিন।
আজ ১১ই অক্টোবর(রোববার) জেলা লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে মিডিয়া ব্রিফিংয়ে কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘জেলা লিগ নিয়মিত হবে সেটা আমি নিশ্চিত করবো। প্রত্যেক জেলায় লিগ হতেই হবে। আমি জেলাগুলোকে ফিনান্সিয়াল সপোর্ট দেবো। আমার সহমর্কীরাও সাথে থাকবেন। আমি যে কমিটি করবো সেটা হবে অন্যতম শক্তিশালী একটি কমিটি। এই কমিটি জেলাগুলোকে অর্থ সহায়তা দেবে, টেকনিক্যাল সহায়তা দেবে। লিগগুলো মনিটর করা হবে। তারপরও যদি কোনো জেলা লিগ করতে না পারে তখন অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নিয়ে লিগ আয়োজন করবে।’
জেলা লিগের পরই হোম অ্যান্ড এওআ্যয়ে ভিত্তিতে হবে বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ হবে উল্লেখ করে বাফুফে সভাপতি বলেছেন, ‘বঙ্গবন্ধুর নামে এই টুর্নামেন্ট হবেই। এরপর অনূর্ধ্ব-২০ শেখ কামাল, এরপর রাসেল অনূর্ধ্ব-১২। ১২ মাসই জেলার ফুটবল কর্মসূচি চলবে। আগামী দেড় মাসের মধ্যে সবকিছু বিস্তারিত দিয়ে দেয়া হবে। আরেকটি বিষয় মন্ত্রণালয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা যে ফুটবল টুর্নামেন্ট করে ওটার টেকনিক্যাল সহায়তা আমরা দিয়ে থাকি। এটা আমাদের কাজের অংশ। আমার খেলা দরকার। কে করে সেটা গুরুত্বপূর্ণ নয়। আমরা খেলা আয়োজন করতে চাই। আমার কাজটা হলেই হলো।’