আন্তর্জাতিক ফুটবলে যেমন রয়েছে ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ্য, ঠিক তেমনি ক্লাব ফুটবলেও রয়েছে রিয়াল-বার্সা প্রতিদ্বন্দ্বিতা। রয়েছে ম্যানসিটি-ম্যানইউ, ইন্টার মিলান-এসি মিলান, রিয়াল মাদ্রিদ-এথলেটিকো মাদ্রিদের ফুটবলের বিখ্যাত দ্বৈরথ্য। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ইস্টবেঙ্গল বনাম মোহনলবাগান ম্যাচে উম্মাদনা ছড়ায় ম্যাচের প্রতিটি ক্ষণে ক্ষণে। একসময় আমাদের দেশেও আবহনী-মোহামেডান দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে অনেক উন্মাদনা বিরাজ করতো। কে সেরা? কে ভালো? তা প্রমাণ করতে ভক্তকূল প্রিয় দলের জন্যে মুখে ফেনা তুলে ফেলতো। ম্যাচ শেষে দুই দলের সমর্থকদের হাতাহাতি ছিলো চিরচেনা ব্যাপার কিন্তু কালের বির্বতনে সেই প্রতিদ্বন্দ্বিতা রয়ে গেলেও নেই সেই পুরোনা আর্কষণ, নেই চায়ের কাপে তর্কের ঝড় তোলার উম্মাদনা।
বাংলাদেশ প্রিমিয়ার লীগের আজকে আবারো মুখোমুখি হচ্ছে এই দুই মহারথী। পেশাদার লীগের সবচেয়ে সফল আকাশি-হলুদের ঢাকা আবহনী ছয়বার নিজেদের ঘরে তুলেছে ট্রফি, রয়েছে প্রথম তিনবারের হ্যাট্রিক শিরোপা। অন্যদিকে ভিন্ন চিত্র মোহামেডান শিবিরে। প্রথম আসরে চ্যাম্পিয়ন হলেও এখন নেই ক্ষিপ্রতা। ক্যাসিনোকান্ডে দলবদলে অংশ নেয়া ছিলো ভাগ্যের উপর নির্ভর। কিন্তু অবশেষে তারকা ফুটবলার বাদল রায় ও মোস্তাকুর রহমানে নেতৃত্বে ঘুরে দাঁড়ায় সাদা-কালো শিবির। লীগে ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে আছে মোহামেডান। প্রিমিয়ার লীগের মুখোমুখি দেখায় আবহনীর সাথে সেইরকম জয়ের সুখস্মৃতি নেই মোহামেডানের। শেষ দেখায় ম্যাচ হয়েছে ২-২ গোলে ড্র।
ম্যাচের সিডিউল অনুযায়ী আবহনী বনাম মোহামেডানের ম্যাচ হওয়ার কথা ছিলো রমজানের ভিতর। কিন্তু করোনা মহামারি, বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের জন্যে ম্যাচটি মাঠে গড়ানো তারিখ দাঁড়ায় ২৭ জুন। মোহামেডানের মূল চিন্তার কারণ ছিলো করোনা। দলের কোচ খেলোয়াড়সহ মোট ১৭জন করোনা পজিটিভ ছিলো। কিন্তু গত রবিবার পরিক্ষা করালে ৯ জনের করোনা নেগেটিভ আসে। এতে কিছু স্বস্তিতে আছে দলটি। মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ করোনায় দুর্বল থাকলেও মনের দিকে যেনো সবল।নেগেটিভ হয়ে ইতোমধ্যে অনুশীলন করাচ্ছেন। জয়ের বিকল্প ভাবছেন না তিনি। মোহামেডানে চিন্তার কারণ যেমন ছিলো করোনা। ঠিক তেমনি ঢাকা আবাহনীর যুদ্ধটা ইনজুরির সঙ্গে। তাদের অন্যতম সেরা দুই ফুটবলার সাদউদ্দিন ও সোহেল রানা নেই ইনজুরির জন্য।