ফেডারেশন কাপে রহমতগঞ্জের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় দিয়ে মৌসুম শুরু করেছে ফেবারিট বসুন্ধরা কিংস। কিংসের সামনে ঠিকভাবে প্রতিরোধই গড়ে তুলতে পারেনি পুরান ঢাকার দলটি। কিন্তু নিজের দলের খেলায় তৃপ্ত নন কিংস কোচ অস্কার ব্রুজন!
জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও এটিকে নিজেদের সেরা খেলা বলছেন না অস্কার। আরো ভালো খেলার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অস্কার বলেন, ‘টুর্নামেন্টে প্রথম ম্যাচ কঠিন হয়। ম্যাচের নিয়ন্ত্রণ নিতে আমাদের ২৫-৩০ মিনিট অপেক্ষা করতে হয়েছে। মাঝমাঠে যে বিল্ডআপে খেলা আশা করছিলাম, তা হয়নি। জয় পেয়েছি এবং প্রায় পরের রাউন্ডে চলে গেছি, এটিআনন্দের। কিন্তু এটা আমাদের সেরা ম্যাচ নয়।’
মূলত অনেকদিন পর প্রতিযোগীতামূলক ম্যাচ খেলায় খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে পারেননি বলে মনে করেন অস্কার। তবে পরবর্তী ম্যাচেই সব ঠিক হয়ে যাবে বলে আশাবাদী তিনি। কিংসের পরের ম্যাচ চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে। মারুফুল হকে ট্যাকটিক্সের জবাব ও গতবারের হারের প্রতিশোধ দুটোই নিতে চাইবেন কিংসের এই স্প্যানিশ কোচ।