দ্বিতীয় পর্বের শুরুতে সহজ জয় পেয়েছে আবাহনী লিমিটেড। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার ৩-০ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে জিতেছে তারা।
জায়ান্ট কিলার রহমতগঞ্জ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে আবাহনী লিমিটেডকে ১-১ গোলে রুখে দিয়েছিল। দ্বিতীয় পর্বেও একই শঙ্কা জেগেছিল। বিশেষ করে প্রথমার্ধ যখন গোলশূন্য ছিল। প্রথমার্ধে দৃঢ়তাপূর্ণ রক্ষণে আবাহনীকে আটকে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে আর পারেনি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় আবাহনী। বক্সের জটলার ভেতর থেকে কর্নেলিয়াস স্টুয়ার্টের কাটব্যাক থেকে ওয়াশিংতন ব্রান্দাওয়ে প্লেসিং শটে বল গোলকিপারের পাশ দিয়ে ঠিকানা খুঁজে নেয়।
জনাথনের ফ্রি-কিক গোলকিপার ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। সামনে বল পেয়ে গ্রানাডার স্টুয়ার্ট লক্ষ্যভেদ করতে ভুল করেননি। ৬৩ মিনিটে আবাহনী তৃতীয় গোলটি পেয়েছে। কর্নেলিয়াসের পাসে জোনাথন ফের্নান্দেস বক্সে প্রথম ছোয়ায় বলের নিয়ন্ত্রণ নেন। এরপর আলতো টোকায় জায়গা করে নিয়ে ডান পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন; নাঈম ঝাঁপালেও পাননি বলের নাগাল।
ম্যাচের শেষ সময় পর্যন্ত আবাহনী দাপট ধরে রেখে তিন গোলে জয় নিয়ে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করেছে। আবাহনী ১০ ম্যাচে পঞ্চম জয়ে ১৮ পয়েন্টে তৃতীয় স্থানে আছে। অবনমন অঞ্চলেই ঘুরপাক খাচ্ছে রহমতগঞ্জ। ১০ ম্যাচে তৃতীয় হারের তেতো স্বাদ পাওয়া পুরান ঢাকার দলটি ৭ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে।