ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। দিল্লির দল সুদেভা মুনলাইটের বিপক্ষে ১-০ গোলে জিতে পূর্ণ তিন পয়েন্ট পেল তার দল।

করোনায় আক্রান্ত হওয়ায় প্রথমে জামালের ভারতে খেলা নিয়ে শঙ্কা তৈরি হলেও পরবর্তীতে তিনি দলে যোগ দেন। ভারতে গিয়ে কোয়ারান্টাইনের পর পর্যাপ্ত অনুশীলন না করতে পারায় প্রথম ম্যাচে তার খেলা নিশ্চিত ছিলো না। কিন্তু আজ শুরুর একাদশেই ছিলেন বাংলাদেশের এই পোস্টার বয়।

কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচে শুরু থেকে আধিপত্য ছিলো কলকাতা মোহামেডানের। প্রধমার্ধ গোলশূন্য শেষ হলেও দ্বিতীয়ার্ধে এসে গোল পায় জামাল ভুঁইয়ার দল। ম্যাচের ৫৮ মিনিটে গোলটি করেন ফয়সাল আলী। সুরাজ রাওয়াত থেকে একটি বল পেয়ে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে গোল করেন তিনি। তার দেয়া এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্ল্যাক প্যান্থাররা।

কলকাতা মোহামেডানের পরবর্তী ম্যাচ পশ্চিমবঙ্গের কল্যানী স্টেডিয়ামে আগামী ১৪ জানুয়ারি চার্লিস ব্রাদার্সের বিরুদ্ধে।

Previous articleআজ কলকাতায় অভিষেক জামালের!
Next articleআবাহনী দলে করোনার হানা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here