এএফসি কাপে অংশ নিতে এখন কলকাতায় অবস্থান করছে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এএফসি কাপ মিশনে বসুন্ধরার প্রথম বাঁধা মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। আজ ১৮ মে ভারতের কলকাতার ঐতিহ্যবাহী সল্ট লেক স্টেডিয়ামে মুখোমুখি হবে বসুন্ধরা ও মাজিয়া। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়ার বিপক্ষে জয় দিয়েই এবারের এএফসি কাপে নিজেদের যাত্রা শুরু করতে দৃঢ় প্রত্যয়ী বাংলাদেশ চ্যাম্পিয়নরা।
এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে বসুন্ধরা কিংস ও মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। গত বছরের এএফসি কাপে এই মাজিয়াকে তাদের ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছিল বসুন্ধরা। ওই এক ম্যাচ ছাড়া আর একে অপরের বিপক্ষে মাঠে নামা হয়নি দুদলের। তবে মালদ্বীপের ক্লাবের বিপক্ষে ভালোই সুখস্মৃতি রয়েছে বসুন্ধরা কিংসের। এর আগে ২০২০ সালের এএফসি কাপে মালদ্বীপের আরেক ক্লাব টিসি স্পোর্টসের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় তাদের যোগাবে বাড়তি অনুপ্রেরণা।
প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের খেলায় মনোযোগ দিতে চান বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন। মাজিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ সম্পর্কে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন অফসাইডকে জানান, “আমরা একটি সুসংগঠিত দলের বিরুদ্ধে প্রতিযোগীতাটি ভালোভাবে শুরু করতে চাই যেখানে সব পজিশনে ভালো খেলোয়াড় রয়েছে।”
অস্কার ব্রুজনের বড় ভরসা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো। চলতি বিপিএলে ১১ গোল এবং ৯ অ্যাসিস্ট করা বসুন্ধরা কিংস অধিনায়কের ওপর ভরসা না রেখে উপায় নেই। এছাড়া রক্ষণে তপু বর্মনের অনুপস্থিতিতে খালেদ শাফেঈ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন আরাফাতদের ওপর আস্থা রাখতেই হবে। মিডফিল্ডে মিগুয়েল দামাসেনার সাম্প্রতিক ফর্ম তার ওপর নির্দ্বিধায় আস্থা রাখতে বাধ্য করছে। এছাড়াও জিকো, ফাহাদ, মতিন, ইব্রাহিম, এলিটা কিংসলে, নুহা মারংয়ের ভালো খেলাও বদলে দিতে পারে ম্যাচের চিত্র। মূল একাদশে যারাই সুযোগ পান তাদের কাছ থেকেই ভালো পারফরম্যান্সের প্রত্যাশা ব্রুজনের। নিজের দল নিয়ে আত্মবিশ্বাসের সুরে অস্কার ব্রুজন অফসাইডকে আরো বলেন, “আমরা সর্বদাই মাঠে ভালো দল হওয়ার পরিকল্পনা করি এবং শেষ পর্যন্ত জিততে চাই। কাল (বুধবার) যদি আমরা পুরো পয়েন্ট পেতে চাই তবে আমাদের সেরাটাই দিতে হবে।”
দেখা যাক ‘সিটি অফ জয়’ কলকাতায় বসুন্ধরা কিংস সমর্থকদের জয় (আনন্দ) উপহার দিতে পারে কিনা অস্কার ব্রুজনের বসুন্ধরা কিংস। তবে কলকাতায় থেকেও পুরো বাংলাদেশেরই সমর্থন পাচ্ছে কিংস। কেননা দিনশেষে এএফসি কাপে যে বসুন্ধরাই এক টুকরো বাংলাদেশ। এবার সে সমর্থনের প্রতিদান দেওয়ার পালা বসুন্ধরা কিংসের সামনে।