বাংলাদেশ প্রিমিয়ার লিগে কিংস অ্যারেনায় ফর্টিস এফসি চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে লিগের প্রথম পর্ব শেষ করেছে। অন্যদিকে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আবাহনী লিমিটেড ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে।
কিংস অ্যারেনায় ম্যাচের ৩৪তম মিনিটে ভ্যালেরির ফ্রি-কিক থেকে নোভা ব্যাক ফ্লিক করেন, যা পেয়ে গাম্বিয়ান খেলোয়াড় ইসা জালো ফাঁকায় থাকা অবস্থায় শটে জালে পাঠান। তার এ গোলেই জয় নিশ্চিত হয় ফর্টিসের।
এই জয়ের মাধ্যমে ১১ পয়েন্ট নিয়ে লিগের ষষ্ঠ স্থানে রয়েছে ফর্টিস। অন্যদিকে, আগের ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে টানা সাত ম্যাচের পরাজয়ের বৃত্ত ভেঙে জিতলেও চট্টগ্রাম আবাহনী আবারও হারের বৃত্তে ফিরে গেছে। ৩ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের তলানিতে রয়েছে।
মুন্সিগঞ্জে দুই ম্যাচ পর মাঠে ফেরা মিতুল মারমার অসাধারণ পারফরম্যান্সের কারণে আবাহনী লিমিটেড কোনো গোল হজম করেনি।
ম্যাচের ৭ মিনিটে শাহরিয়ার ইমনের ক্রসে মোহাম্মদ ইব্রাহিমের হেড গোলফ্রেমে বাধা পায়। ৭৩ মিনিটে বদলি খেলোয়াড় শাহিনের ক্রসে এনামুল গাজী ফাঁকায় থাকলেও বল ধরতে পারেননি। অন্যদিকে, ব্রাদার্সের কৌশিক বড়ুয়ার ফ্রি-কিকের একদম শেষ মুহূর্তে দারুণ সেভ করেন মিতুল।
এই ড্রয়ের মাধ্যমে আবাহনী লিমিটেড ৯ ম্যাচে ষষ্ঠ জয় ও দ্বিতীয় ড্রতে ২০ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে রয়েছে। ব্রাদার্স ইউনিয়ন সমান ম্যাচে চার জয় ও তৃতীয় ড্রতে ১৫ পয়েন্ট নিয়ে আগের মতো পঞ্চম স্থান ধরে রেখেছে।