আজ পর্দা উঠেছে বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ (বিসিএল) ২০২৪-২৫ এর। উদ্বোধনী দিনে মাঠে গড়িয়েছে তিনটি ম্যাচ। জয় দিয়ে এবারের বিসিএল’র শুরু করেছে বাফুফে এলিট একাডেমি এবং ওয়ারী ক্লাব। তবে ড্র হয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং লিটল ফ্রেন্ডস ক্লাবের মধ্যকার ম্যাচ।
বিসিএলের প্রথমদিনে আজ পিডাব্লিউডি স্পোর্টস ক্লাবের মুখোমুখি হয়েছিলো বাফুফে এলিট একাডেমি। ম্যাচে পিডাব্লিউডিকে ১-০ গোলে পরাজিত করেছে এলিটরা। বাফুফে এলিট একাডেমির হয়ে ম্যাচে একমাত্র গোলটি করেছে আশিক।
অন্যদিকে বাফুফে এলিট একাডেমির মতো জয় দিয়ে বিসিএলের শুরুটা করেছে ওয়ারী ক্লাব। তারা উত্তর বারিধারা ক্লাবে বিপক্ষে মাঠে নেমেছিলো। ম্যাচে ১-০ তে জয় পায় ওয়ারী। ম্যাচে জয়সূচক গোলটি করেন ওয়ারী ক্লাবে সিহাগ বর্মন।
তবে ড্র হয়েছে লিটল ফ্রেন্ডস ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি। এই ম্যাচ কোনো দলই গোলের দেখা পায় নি।