নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে বাংলাদেশের বাঘিনীরা। ফাইনালে স্বাগতিকদের হারিয়েছে ২-১ গোলে। এই জয়ে ২০২২ সালের পর আবারো দক্ষিণ এশিয়ার দল সেরা হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ। স্বভাবতই এমন জয়ের পর সবাই বেশ উচ্ছ্বসিত। দলের খেলোয়াড়দের অনুভূতি সম্পর্কে জানিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন ও মিডফিল্ডার মারিয়া মান্ডা।

দেশের ফুটবলে আরো একটা সাফল্য এনে দেওয়ায় চারদিক থেকে প্রশংসায় ভাসছে নারী খেলোয়াড়রা। আর তাই দেশবাসীকে শিরোপা উৎসর্গ করার ঘোষণা দিয়েছে তারা।

এদিকে নেপালকে টানা দ্বিতীয় ফাইনালে হারিয়ে সাফের সেরার মুকুট নিজেদের দখলেই রাখলো বাংলাদেশ। ফাইনালে ৫২তম মিনিটে মনিকা চাকমা এবং ৮১তম মিনিটে জয়সূচক গোলটি করেন ঋতুপর্ণা চাকমা। ফাইনালে জয়সূচক গোল এবং পুরো আসরে নজর কেড়ে সেরা খেলোয়াড় হয়েছেন ঋতুপর্ণা চাকমা। টুর্ণামেন্টে ঋতুপর্ণা চাকমা ২ টি গোল করছেন। আর বাংলাদেশের গোলবার আগলে রেখে সেরা গোলকিপার হয়েছেন রূপনা চাকমা।

এবারও সাফ জয়ী দলকে ছাদ খোলা বাসে বরণ করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। মেয়েদের দেশে ফেরার আগেই সব প্রস্তুতি সম্পন্ন করতে এরইমধ্যে কাজ শুরু করেছে তারা। দেশের ফুটবলের জন্য সম্মান বয়ে আনা নারী দলকে বরণে কোন কিছুর কমতি রাখতে চায়না বাফুফের নতুন কমিটি।।

Previous articleচ্যাম্পিয়ন করেই মেয়েদের দায়িত্ব ছাড়লেন পিটার বাটলার
Next articleদেশে পৌঁছালো সাফজয়ী নারীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here