দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর হিসেবে আবারও যোগ দিচ্ছেন ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান পল স্মলি। নতুন মেয়াদে তৃণমূল ফুটবলে আরও জোর দিতে চান তিনি।
এর আগের মেয়াদে মেয়েদের ফুটবল নিয়ে কাজ করে ভালো সফলতা পেয়েছেন স্মলি। এবারও তিনি সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবেন। এই বিষয়ে তিনি বলেন, ‘মেয়েদের ফুটবল এ মুহূর্তে বেশ গুরুত্বপূর্ণ একটা অংশ। আন্তর্জাতিক প্রতিযোগিতার দিক বিবেচনায় মেয়েদের ফুটবলে অনেক সুযোগ রয়েছে। এজন্য মেয়েদের ফুটবলে অনেক সময় দিতে হয়েছে এবং বেশ সাফল্য পেয়েছিলাম। তবে আমি বলব আমার সবসময়ই কাজের প্রতি একাগ্রতা রয়েছে। তাই ফুটবলের উন্নয়নের জন্য টেকনিক্যাল দিক দিয়ে আমি সর্বোচ্চটা দিতে চাই।’
নিজের পূর্বের কাজের ধারাবাহিকতা ধরে রেখে পল স্মলি আবারে তৃণমূলে ভালো কাজ করতে চান। আধুনিক পদ্ধতি ব্যবহার করে তিনি পরিবর্তন আনতে পেরেছিলেন এবং ভবিষ্যতেও পারবেন বলে বিশ্বাস করেন। তিনি জানান, ‘আমি আধুনিক ও যুগোপযোগী পদ্ধতি অনুসরণ করেছি। সবাইকে নিয়ে কাজ করতে চেয়েছি, যা ছিল দৃশ্যমান। যে উপায়ে কাজ করলে ফুটবলের উন্নয়ন হবে, সেসব ক্ষেত্রে কাজ করেছি। তবে এটাও দেখতে হবে পাশের দেশগুলোর চেয়ে ফুটবলে আমাদের বাজেট কম ছিল। এ কাজে ধারাবাহিকতাও দরকার ছিল, কিন্তু তাও হয়নি। তবু তৃণমূল ফুটবলে বেশ কিছু কাজ হয়েছে। ভবিষ্যতে এ কাজে আরও মনোযোগ দিতে হবে।’
বাংলাদেশের কাজ করার পর ব্রুনাইয়ে কা করে এসেছেন পল স্মলি। ঐ দেশেও ভালো কাজ করে সুনাম কুড়িয়েছেন। তবে তার হৃদয়ে সবসময় বাংলাদেশ ছিলো, ‘ব্রুনাইতে আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে। আর আমার হৃদয়ে সবসময় ছিল বাংলাদেশ। এখন এই দেশের ফুটবলে আবার অবদান রাখার সুযোগ পেয়েছি। আমি বেশ শিহরিত যে বাফুফে সভাপতি, টেকনিক্যাল কমিটি ও কার্যনিবার্হী সদস্যদের দেওয়া একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।’