দীর্ঘ বিরতির পর বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ দিয়ে আবারো মাঠে ফিরেছে বাংলাদেশের ঘরোয়া ফুটবল। গ্রুপ পর্ব শেষ হয়ে ফেডারেশন কাপে এখন চলছে নকআউট পর্বের খেলা। নকআউট পর্বে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশের ঘরোয়া ফুটবলের অন্যতম পরাশক্তি বসুন্ধরা কিংস এবং মুক্তিযোদ্ধা সংসদ। ম্যাচে ডরিয়েল্টন-রবসন ব্রাজিলিয়ান ম্যাজিকে মুক্তিযোদ্ধাকে ৩-১ গোলে পরাজিত করে বসুন্ধরা।
ম্যাচে প্রথমে লিড নিয়ে বসুন্ধরা কিংসকে কিছুটা বিপাকে ফেলে দেয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ম্যাচের ৩৪ মিনিটে মুক্তিযোদ্ধা সংসদের জাপানিজ মিডফিল্ডার সোমা ওটানির কর্ণার কিক থেকে বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড ডরিয়েল্টন গোমেজের মাথায় লেগে বল জালে জড়ালে আত্মঘাতী গোলে ম্যাচে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা সংসদ।
আত্মঘাতী গোলে দল পিছিয়ে পড়লেও নিজের ভুলটা শুধরে নিয়ে দলকে ম্যাচে ফেরাতে খুব বেশি একটা সময় নেন নি বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন গোমেজ। ৪২ মিনিটের মাথায় বক্সের ভেতরে রাইট ফ্ল্যাংক থেকে আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহোর বাড়িয়ে দেয়া বল লাফিয়ে উঠে খানিকটা সাইড ভলির মতো করে প্রতিপক্ষের গোলে পাঠিয়ে দেন ডরিয়েল্টন। এতে করে বিরতির আগেই ম্যাচে সমতা ফিরে পায় বসুন্ধরা কিংস।
৭৯ মিনিটে রবসন-ডরিয়েল্টন জুটিতে ম্যাচে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। রবসন রবিনহোর কর্ণার কিক অরক্ষিত জায়গা থেকে হেড করে গোল করে ডরিয়েল্টন গোমেজ। মুক্তিযোদ্ধার ডিফেন্ডাররা লাফিয়ে গোল প্রতিরোধের চেষ্টা করেও দলকে গোলের হাত থেকে বাঁচাতে পারে নি।
মিনিট তিনেক পর রবসনের গোলে ব্যবধান আরো বাড়িয়ে নেয় বসুন্ধরা কিংস। মধ্যমাঠ থেকে মিগেল ফিগুইরার পাস থেকে বলের দখল নিয়ে মাঠে বামপ্রান্ত দিয়ে মুক্তিযোদ্ধার চারজন খেলোয়াড়কে পরাস্ত করে বল ঠেলে দেন সতীর্থ রবসনের কাছে। বল পেয়ে খানিকটা জায়গা বের করে সোজা গোলমুখে নির্ভুল শট নিয়ে লক্ষ্যভেদ করেন রবসন রবিনহো। পরে আর কোনো গোল না হলে ৩-১ গোলে ম্যাচ জিতে সেমিফাইনালের টিকেট পেয়েছে বসুন্ধরা কিংস।