আগামী ডিসেম্বরে শুরুতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২১’। আজ ১৭ নভেম্বর ‘বাফুফে কম্পিটিশন্স কমিটি’র ১ম সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। আজ দুপুর ১ টায় বাফুফে ভবনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির দায়িত্বে ছিলেন কমিটি চেয়ারপার্সন জনাব হারুনুর রশিদ। এছাড়া অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় আগামী ৩রা ডিসেম্বর থেকে সারাদেশব্যাপী ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২১’এর খেলা শুরু হবে। টুর্ণামেন্ট হবে হোম এবং এওয়ে ভিত্তিক।
আসন্ন এই টুর্ণামেন্টে দেশের ৬৪ জেলার জেলা ফুটবল দল,বাফুফের আওতাধীন সকল শিক্ষাবোর্ড,সকল বিশ্ববিদ্যালয় এবং সার্ভিসেস ফুটবল দলসমূহ অংশগ্রহণ করবে।
এছাড়াও বাংলাদেশে অনুষ্ঠিত বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে বিদেশী খেলোয়াড়/প্রশিক্ষক/কর্মকর্তাগণের আমন্ত্রণপত্র,ভিসা ও ওয়ার্ক পারমিট সংক্রান্ত বিষয়ে নীতিমালা সম্পর্কে আলোচনা করা হয়।