শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ রাউন্ড। শেষ দিনে ৩ ম্যাচের দুইটিই হয়েছে ড্র। সবচেয়ে আলোচিত আবাহনী-মোহামেডানের মধ্যকার “ঢাকা ডার্বি” শেষ হয়েছে গোলশূন্য সমতায়। একই পরিণতি রহমতগঞ্জ-বসুন্ধরা কিংস ম্যাচেও। তবে দিনের একমাত্র জয়ী দল ব্রাদার্স ইউনিয়ন।

কুমিল্লায় টেবিলের শীর্ষ দুই দলের লড়াইয়ে নজর ছিল সবার। লিগ শিরোপা নির্ধারণে ম্যাচটিও ছিল বেশ গুরুত্বপূর্ণ। তবে দিনশেষে গোলশূন্য ড্রতে পয়েন্ট ভাগাভাগি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ঐতিহ্যের লড়াই। প্রথমার্ধের অষ্টম মিনিটে রাফায়েল অগাস্তোর ক্রসে সুমন রেজার হেড পোস্ট ঘেঁষে বাইরে যায়। ৩৯তম মিনিটে অফসাইড ফাঁদ ভেঙে বেরোলেও ঠিকমতো বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি আরিফ হোসেন। এরপর মোহামেডান বড় ধাক্কা খায়—সুমন রেজাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মাহবুব আলম। রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মোহামেডান সমর্থকরা মাঠে ফ্লেয়ার ও বোতল ছুড়লে দুই দফায় খেলা বন্ধ হয়ে যায়। খেলোয়াড়, পুলিশ ও কর্মকর্তাদের অনুরোধে পরিস্থিতি শান্ত হলে খেলা আবার শুরু হয়।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় আবাহনী। ৬৫তম মিনিটে রাফায়েলের চাপে বল হারান মেহেদী হাসান মিঠু। গোলকিপার সুজন বল ক্লিয়ার করতে গিয়ে ইব্রাহিমের পায়ে দিলে ফাঁকা পোস্ট পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন ইব্রাহিম। সহজ সুযোগ নষ্ট করে হতাশা বাড়ে আবাহনীর। ছয় মিনিট পর সুলেমানে দিয়াবাতের দুর্দান্ত ক্রসে মোজাফ্ফর মোজাফ্ফরভের শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যাওয়ায় লিড পায়নি মোহামেডান। ৮০তম মিনিটে কর্নারে সুমন রেজার জোরালো শট দারুণভাবে ঠেকিয়ে দেন মোহামেডান গোলকিপার হোসেন সুজন। এরপর রাফায়েলের হেড আটকে দেন শাকিল আহাদ তপু। শেষ সময়ে দুই দল চেষ্টা চালালেও আর গোলের দেখা পায়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই প্রতিদ্বন্দ্বী দল। এই ড্রয়ের ফলে ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো মোহামেডান। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আবাহনীর দ্বিতীয় স্থানও অপরিবর্তিত।

এদিকে মুন্সীগঞ্জে রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এতে করে কাগজে কলমে শিরোপা লড়াইয়ে টিকে থাকলেও বাস্তবিক অর্থে একপ্রকার ছিটকেই গেল তারা। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট, সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ চতুর্থ স্থানে।

ময়মনসিংহে দিনের আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচের ১২তম মিনিটে জাকারিয়া দার্বো গোপীবাগের ক্লাবটিকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমফন উদো। এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে ব্রাদার্স; সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সবার তলানিতে চট্টগ্রাম আবাহনী।

Previous articleশিরোপা লড়াইয়ে এগিয়ে যেতে মুখোমুখি আবাহনী ও মোহামেডান
Next articleঅ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ: চট্টগ্রাম -২  জোনের চ্যাম্পিয়ন কক্সবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here