দীর্ঘ আড়াই বছর পর আন্তর্জাতিক অঙ্গনে ফেরাটা সুখকর হয়নি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। নেপালের বিপক্ষে ২-১ গোলের হার দিয়েই আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তন হয়েছিলো সাবিনা-কৃষ্ণাদের। তবে নেপালের বিপক্ষে ২টি প্রীতি ম্যাচের প্রথমটি হারলেও ম্যাচ শেষে কোচ গোলাম রাব্বানী ছোটন বলেছিলেন মেয়েরা ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেবে।

২য় ম্যাচে কোচের কথার সত্যতা প্রমাণ করলেন ফুটবলাররা। ১ম ম্যাচের চাইতে অনেকটাই গুছানো ফুটবল খেলে ছোটন শিষ্যরা। ১ম ম্যাচের চেয়ে পাসিং অ্যাকুরেসিও ছিলো চোখে পড়ার মতো। যদিও ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। তবে মেয়েদের পারফরমেন্সের গ্রাফ ঊর্ধ্বমুখী। যা সামনের নারী এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য দলের সবার মাঝে আত্মবিশ্বাস যোগাবে।

নেপালের রাজধানী কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক নেপাল নারী দল খুব একটা সুবিধা করতে পারেনি। তবে তৈরি করেছিলো বেশ কিছু সুযোগ। নিজেদের জায়গায় অবিচল ছিলেন বাংলার রক্ষণ সেনানীরা। অপরদিকে বাংলাদেশের স্বপ্না, ঋতুপর্ণারাও বেশ কয়েকবার কাপন ধরিয়েছিলেন নেপালের রক্ষণে।গোলের দেখা আর পাওয়া হয়নি। অবশেষে গোলশূন্য ড্র নিয়েই নেপাল থেকে উজবেকিস্তানের বিমান ধরবে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

Previous articleআরো কিছু একাডেমি করার প্রতিশ্রুতি বাফুফে সভাপতির!
Next articleবসুন্ধরার শেষ তিন ম্যাচের সূচী প্রকাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here