ড্র দিয়েই শেষ হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক আয়োজিত ‘বসুন্ধরা গ্রুপ নারী ফুটবল লীগ ২০২৩-২৩’-এর তৃতীয় রাউন্ড। আজ মঙ্গলবার নারী লীগের তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিহাপি মোস্তাফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয় জামালপুর কাচারিপাড়া একাদশ এবং নাসরিন স্পোর্টস একাডেমি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
ম্যাচের ৫ মিনিটে কাচারিপাড়া একাদশের মিডফিল্ডার শ্রীমতী ইষ্ণা রাণী বিশ্বাসের দূরবর্তী শট নাসরিন স্পোর্টস একাডেমির গোলরক্ষক খাদিজা আক্তার নুপুরের হাত ফসকে গোললাইন ক্রস করলে ম্যাচে এগিয়ে যায় তার দল। ম্যাচের প্রায় ৭৭ মিনিট ধরে এই লিড ধরে রেখেছিলো কাচারিপাড়া একাদশের খেলোয়াড়রা। কিন্তু ম্যাচের ৮২ মিনিটে ফরোয়ার্ড আইরিন খাতুন পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফিরে আনে এবং ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।