ছুটি কাটিয়ে ঢাকা ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ জেমি ডে। আজ ১৩ আগস্ট সকাল ৮.১৫ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট যোগে বাংলাদেশে আসেন তিনি।
গত ২৩ জুন ছুটিতে যান জাতীয় ফুটবল দলের ব্রিটিশ হেড কোচ জেমি ডে। আগস্টের প্রথম সপ্তাহেই তার বাংলাদেশে ফেরার কথা ছিলো। লকডাউন ও করোনার কারণে কিছুদিন দেরি হয়েছে বলে জানান তিনি।
ঢাকায় এসে তিনদিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে জেমিকে। এরপর থেকেই মাঠে বসে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা দেখবেন তিনি।