ঢাকা ডার্বিতে ঢাকা আবাহনীকে পরাজিত করে আবারো জয়ের হাসি হাসলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ লীগের তৃতীয় রাউন্ডে মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে মুখোমুখি হয় ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই ম্যাচে আকাশী-নীলদের ১-০ তে হারায় সাদা-কালোরা।
খেলার শুরু থেকে নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে চাপের মুখে রাখে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডানের চাপের মুখে নিজের স্বভাবসুলভ খেলা খেলতে পারছিলো না মারুফুল হকের দল। শেষের দিকে এসে মোহামেডানকে চাপে ফেলার চেষ্টা করলেও সে রক্ষা হয় নি।
১২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলো মোহামেডান। মাঠের বামদিক থেকে সতীর্থের বাড়ানো পাসে বলকে গোলে রাখার চেষ্টাও করেন মোহামেডানের নাইজেরিয়ান মিডফিল্ডার ইমানুয়েল সানডে। তবে বল গোলবারের উপর দিয়ে চলে যায়। ৪২ মিনিটে মাঝমাঠ থেকে ইমানুয়েল সানডের গোলমুখে খানিকটা ভীতির সঞ্চার করেছিলো আবাহনীর মনে। তবে গোলরক্ষক মিতুল মারমা সহজেই কৌশল খাটিয়ে বল নিজের তালুবন্দী করে নেন।
প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোলে দেখা পায় মোহামেডান। রহিমউদ্দিনের ক্রস থেকে শূণ্যে লাফিয়ে হেড করে বলকে জালে পাঠান মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোলমেশিন সোলেমান দিয়াবাতে। দিয়াবাতের গোলকে পুঁজি করে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় সাদা-কালোরা।
৬১ মিনিটে গোল পেতে পারতো আবাহনী। তবে বক্সের বাইরে থেকে আবাহনীর খেলোয়াড়ের শট ক্রসবারের পাশ দিয়ে চলে গেলে গোলশোধ করা হয় নি। ৭৪ মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পেয়েও হাতছাড়া করেন সোলেমান দিয়াবাতে। ইমানুয়েল সানডের থ্রু পাস থেকে বল পেয়ে নিজেই আক্রমণে উঠে এসে অন টার্গেট শট নেন। কিন্তু তার শট ক্রসবারে বাধা পেয়ে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধের ইঞ্জুরি টাইমের তৃতীয় মিনিটে গোলশোধ করতে ব্যর্থ হয় আবাহনী। মোহামেডানের কয়েকজনকে কাটিয়ে সুমন রেজা কাটব্যাক থেকে পাওয়া বলকে আরমান ফয়সাল আকাশ অন টার্গেটে রাখতে পারলে গোল পেতে পারতো, তবে সব ঠিক থাকলেও বল অন টার্গেটে রাখতে পারেন নি আকাশ।
শেষে এসে গোল পেয়েছিলো আবাহনী। তবে অফসাইডের ফাঁদে পড়ে গোল বাতিলের আবাহনীর গোলটি বাতিল করে রেফারি। এতে করে শেষ পর্যন্ত ১-০ তে জয় পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব।
দিনের অন্য আরেক খেলায় ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও পুলিশ এফসি মুখোমুখি হয়। ম্যাচটিতে ৪-০ গোলে জিতে যায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। পুলিশ এফসির হয়ে আল-আমিন ২ টি এবং দীপক রায় ও কাজেম শাহ ১ টি করে গোল করেন।