ফেডারেশন কাপের মঞ্চে আবারো একই ঘরনার নাটক মঞ্চস্থ করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ঢাকা আবাহনী। গত সিজনের ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিলো আবাহনী। নতুন মৌসুমের প্রথম ডার্বিতেও এই মোহামেডানের কাছে পরাজিত হয়েছে আবাহনী। আজ ফেডারেশন কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচটিতে আবাহনীকে ২-১ গোলে পরাজিত করে মোহামেডান।

মৌসুমের প্রথম ডার্বিতে ম্যাচে লিড নেয় ঢাকা আবাহনী। ম্যাচের ৩৯ মিনিটে কর্নিলিওয়াস স্টুয়ার্টের গোলে এগিয়ে যায় আকাশী-নীলরা। প্রথমার্ধের খেলা ১-০ তে শেষ হয়। দ্বিতীয়ার্ধে শুরুতে ম্যাচের সমতা ফিরে পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডানের উজবেক মিডফিল্ডার মুজাফর মুজাফরোভের অসাধারণ এক ক্রস থেকে গোল আদায় নেয় ইমানুয়েল সানডে।

মিনিট চারেক পর আবাহনীর জালে আবারো বল পাঠায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবারেও গোলের অন্যতম কারিগর মোহামেডানের নাইজেরিয়ান মিডফিল্ডার ইমানুয়েল সানডে। মাঠের ডানপ্রান্ত থেকে হাসান মুরাদের লম্বা থ্রো ইন থেকে টনি আগবাজির ব্যাক হেডার থেকে গোলটি করেন ইমানুয়েল। রেগুলেশন টাইমের পরবর্তী সময়ে মোহামেডান ম্যাচের লিড ধরে রাখলে ২-১ এ জয় পায়।

Previous articleআবারো আলোচনায় বিসিএল
Next articleমাঠে গড়ালো একাডেমি কাপের চূড়ান্ত পর্ব!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here