বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের আয়োজনে আগামী ৩ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ। এটি দেশের বিভিন্ন প্রান্তের একাডেমিগুলো নিয়ে আয়োজিত বয়সভিত্তিক একটি টুর্নামেন্ট।

টুর্নামেন্ট উপলক্ষে আজ (শনিবার) দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সভাপতি কাজী শহীদুল আলম।

আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত নয়দিন ব্যাপি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। টুর্নামেন্টের সব খেলা অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে (পল্টন মাঠ)। ১২ টি একাডেমির অংশগ্রহনে এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মুখোমুখি হবে নবাবগঞ্জ ফুটবল একাডেমি ও পীরগঞ্জ ফুটবল একাডেমি। এই টুর্নামেন্টের অন্যান্য দলগুলো হচ্ছে শ্যামনগর ফুটবল একাডেমি, জালালী ফুটবল একাডেমি, হরিয়ান ফুটবল একাডেমি, এফসি ইউনাইটেড ফেনী, ওয়ারিয়র স্পোর্টস একাডেমি, জুনিয়র ফুটবল একাডেমি, মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি, জাফ ফুটবল একাডেমি, জিকেএসপি ফুটবল একাডেমি, ঈশ্বরগঞ্জ ফুটবল একাডেমি।

Previous articleফেব্রুয়ারীতে মাঠে গড়াবে বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ
Next articleসাদিয়ার ডাবল হ্যাট্রিকে উড়ে গেল উত্তর বঙ্গ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here