বাংলাদেশ নারী ফুটবল দলের স্পন্সর হিসেবে বাফুফের সঙ্গে চুক্তি সই করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের এমডির বাসভবনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

তিন বছর মেয়াদী চুক্তি শেষ হবে ২০২৫ সালে। বসুন্ধরা গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং বাফুফের পক্ষে ফিফা ও এএফসির কাউন্সিল মেম্বার এবং বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘বসুন্ধরা গ্রুপ সত্যিকার অর্থে স্পোর্টস লাভার। সেটা না হলে আজকের এই সাইনিংটা হতো না। আনভীর ভাই আমাদের কমিটমেন্ট করেছিলেন, সেটা উনি রাখলেন।’

বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান বলেছেন, ‘বসুন্ধরা গ্রুপ একটা ক্রীড়া পরিবার। তারা বাংলাদেশের খেলাধুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আন্তর্জাতিক অঙ্গনে ভালো কিছু অর্জন করার একটা মিশন নিয়েছে। তারা শেখ জামাল, শেখ রাসেল, হকি, তায়কোয়ান্দো, গলফ ইত্যাদি অনেক ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করছে। আজকে আমাদের স্বপ্ন পূরণের সম্প্রসারিত রূপ। বাংলাদেশের মেয়েরা সাফল্য পাচ্ছে। এই সাফ্যল্যটকে আরও সামনে এগিয়ে নিতে চাই। বসুন্ধরা গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক স্বপ্ন দেখতে ভালোবাসেন। অনেক ব্যস্ততার মাঝেও তিনি ফুটবল নিয়ে ভাবেন। বাফুফের সঙ্গে বসুন্ধরা গ্রুপ আছে এবং থাকবে। বিশেষ করে নারী ফুটবলের সঙ্গে।’

Previous articleবিসিএলে ওয়ান্ডারার্স-ওয়ারী ম্যাচ ড্র
Next articleঢাকা-ডার্বিতে আবাহনীর সহজ জয়; জিতেছে মুক্তিযোদ্ধাও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here