বছর তিনেক আগে সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশের নাম গৌরবোজ্জ্বল করেছিলো অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল দল। টুর্নামেন্টের স্বাগতিক দল ছিলো বাংলাদেশ। এতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিলো সেবারের আসরটি। কিশোরীদের এই প্রাপ্তিতে পরের বছরে জনতা ব্যাংক খেলোয়াড়দের দিয়েছিল সংবর্ধনা ও আর্থিক পুরস্কার। তবে আঁখি-তহুরাদের মধ্যে পাঁচজন খেলোয়াড় বাদ পড়েছিল। আজ বৃহস্পতিবার সেই পাঁচ চ্যাম্পিয়ন দলের নারী খেলোয়াড়দের আর্থিক পুরস্কার ২৫ হাজার টাকা করে বুঝিয়ে দিয়েছে জনতা ব্যাংক। জনতা ব্যাংকের কার্যালয়ে ডেপুটি ম্যানেজার জয়নাল আবেদীন ও সহকারী জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন নারী খেলোয়াড়দের হাতে টাকা তুলে দেন।

চ্যাম্পিয়ন হওয়া ওই দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নানান কারণে পাঁচ খেলোয়াড় সেই সময় আর্থিক পুরস্কার পায়নি। এবার ব্যাংক কর্তৃপক্ষ তাদের ডেকে আর্থিক পুরস্কার তুলে দিয়েছে। আমি মনে করি, এতে করে খেলোয়াড়রা আরও ভালো খেলার জন্য উদ্দীপ্ত হবে।’

আর্থিক পুরস্কার পাওয়া পাঁচ খেলোয়াড় হলেন- সাগরিকা, দীপা খাতুন, রুনা আক্তার, রুমি আক্তার ও পারভীন সুলতানা।

বাফুফে ও জনতা ব্যাংককে ধন্যবাদ দিয়ে ডিফেন্ডার রুনা আক্তার বলেছেন, ‘ধন্যবাদ জানাই ব্যাংক ও বাফুফেকে। আমরা দুই বোনই পুরস্কার পেয়েছি। করোনাকালে এই অর্থ কাজে লাগবে। এজন্য সবাইকে ধন্যবাদ।’

Previous articleসেপ্টেম্বরে শুরু হতেপারে নতুন মৌসুমের দলবদল
Next articleক্যাম্পে আজ আসছেন অস্কার; সেপ্টেম্বরের শুরুতেই ক্যাম্প

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here