বাংলাদেশ প্রিমিয়ার লীগে দিনের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ব্রাদার্স ইউনিয়নকে ৩-১ গোলে পরাজিত করেছে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।
ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে তিন গাম্বিয়ানকে নিয়ে গড়া আক্রমন ভাগ বার বারই পরীক্ষা নিয়েছে দূর্বল ব্রাদার্স ইউনিয়নের। ম্যাচে প্রথম গোল আসে ৩৪ মিনিটে। ডান প্রান্ত থেকে মনিরের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন সুলেমান সিল্লাহ। প্রথমার্ধে ক্রসবারের বাধায় ব্যবধান দ্বিগুন হয়নি শেখ জামালের। ৪৩ মিনিটে জোবের শট বারে লেগে ফিরে আসলে ঐ একগোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।
তবে বিরতি থেকেই ফিরে গোলের দেখা পান দূর্দান্ত ফর্মে থাকা জোবে। ৫৯ মিনিটে একটি থ্রু বল নিয়ে বক্সে ডুকে গোলরক্ষকের পাশ দিয়ে প্লেসিং করে স্কোর শিটে নাম তোলেন এই ফরোয়ার্ড। ৭৬ মিনিটে ব্রাদার্সের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ওতাবেক। প্রায় ২৫ গজ দূর থেকে ফ্রি-কিকে জাল কাঁপান এই মিডফিল্ডার। ৭৫ মিনিটে ফোরকাতের ফ্রি-কিক থেকে হেড করেন ব্রাদার্সের পক্ষে ব্যবধান কমান ফয়সাল মাহমুদ, তবে তা শেখ জামালের জয়ে বাঁধা হতে পারেনি। ৩-১ ব্যবধানে সহকেই ম্যাচ জিতে নেয় তারা।
১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলে দুই নাম্বারে শেখ জামাল। বিপরীতে সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ১২ নাম্বারে অবস্থান করছে ব্রাদার্স ইউনিয়ন