আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগরী তৃতীয় বিভাগ ফুটবল লীগের ড্র। ১৮টি ক্লাবকে দুই ভাগে ভাগ করে শুরু হতে যাচ্ছে এবারের আসর।
ড্র’তে ‘ক-গ্রুপ’ এ রয়েছে টাঙ্গাইল ফুটবল একাডেমি, দিপালী যুব সংঘ, কল্লোল সংঘ, লালবাগ স্পোর্টিং ক্লাব, বিক্রমপুর কিংস, দি মুসলিম ইনিস্টিউট, নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব, উত্তরা ফ্রেন্ডস ক্লাব ও ফকিরেরপুল সূর্যতরুণ সংঘ। ‘বি-গ্রুপ’ এ রয়েছে কিংস্টার স্পোর্টিং ক্লাব, ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্র, আরাফ স্পোর্টিং ক্লাব, রেইনবো এ্যাথলেটিক ক্লাব, জাবিদ আহসান সোহেল ক্রীড়াচক্র, শান্তিনগর ক্লাব, আসাদুজ্জামান ফুটবল একাডেমি, আলমগীর সমাজ কল্যান ও ক্রীড়া সংসদ ও চকবাজার ইউনাইটেড।
উক্ত ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, বাফুফে’র সদস্য মহিদুর রহমান মিরাজ। খেলার শুরু সময় ও ভেন্যু নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে সূত্র মতে, আগামী ২৪ ফেব্রুয়ারী থেকে মাঠে গড়াতে পারে তৃতীয় বিভাগ ফুটবল লীগ। এছাড়া ভেন্যু হিসেবে থাকতে পারে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম।