শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলের জয় দিয়েই এবারের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশ। জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক ম্যাচেই জয় পেলেন নতুন কোচ অস্কার ব্রুজন। দায়িত্ব নেয়ার পর থেকেই শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্ট শুরুর কথা বলছিলেন স্প্যানিশ কোচ। জয় দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করতে পেরে বেশ তৃপ্ত অস্কার, ‘এই রকম টুর্নামেন্টে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করা দরকার। আমরা সেই কাজটি করতে পেরেছি।’
টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এই জয় বাংলাদেশকে মানসিকভাবে এগিয়ে রাখবে বলে মনে করেন তিনি, ‘আগামী ম্যাচে আমাদের প্রতিপক্ষ ভারত। তাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচ আর আমরা তিন পয়েন্ট নিয়ে খেলব। স্বাভাবিকভাবে আমরা একটু এগিয়ে থেকে শুরু করব।’
গোলদাতা তপু বর্মনকে ধন্যবাদ দিয়ে অস্কার বলেন, ‘তপুর গোল না হলে হয়তো আমাদের তিন পয়েন্ট পাওয়া হতো না।’
দ্বিতীয়ার্ধের শুরুতেই জুয়েল রানাকে তুলে সাদ উদ্দিনকে মাঠে নামান অস্কার। সাদকে নামানো ও ফরমেশন পরিবর্তন করায় ম্যাচের চিত্র পাল্টেছিল বলে দাবি কোচের, ‘আমরা ৪-১-৪-১ এ ফরমেশনে প্রথমার্ধ শুরু করেছিলাম। দ্বিতীয়ার্ধে সেটা ৪-৪-২ হয়। সাদকে নামানো এবং ফরমেশন পরিবর্তন কাজে দিয়েছে বেশ।’
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লংকান কোচ পেনাল্টি ও দশ জনের দলে পরিণত হওয়াকেই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন, ‘দু’টি ঘটনা একসঙ্গে ঘটেছে। এই ঘটনা আমাদের ম্যাচে পাথর্ক্য গড়ে দিয়েছে। এর আগে আমরা ভালোভাবেই লড়াইয়ে ছিলাম।’
বাংলাদেশের কোচ অস্কার ব্রুজন লঙ্কান কোচের সঙ্গে খানিকটা দ্বিমত, ‘সে তার মতামত দিয়েছে। আমরা এই ম্যাচে ফেভারিট হিসেবেই নেমেছিলাম। তাদের চেয়ে র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে। মাঠের পারফরম্যান্সেও ভালো ছিল। যদিও আমি পুরোপুরি সন্তুষ্ট নই।’
তবে হারলেও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন প্রতিপক্ষের কোচ, ‘বাংলাদেশ আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে। তারা ভালোই খেলেছে। জয়ের জন্য অভিনন্দন তাদের।’