এএফসি কাপের দক্ষিণ এশিয়ান জোনের গ্রুপ ‘ডি’। গ্রুপ পর্বের খেলাগুলো আয়োজনের জন্য বাংলাদেশ, ভারত ও মালদ্বীপ আবেদন করে। সেখানে এশিয়ান ফুটবল কনফেডারেশন বেছে নিয়েছে মালদ্বীপকে।
গ্রুপ ডি’তে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের এটিকে মোহন বাগান ও মালদ্বীপের মাজিয়া এসআরই এর সাথে যুক্ত হবে বাছাইপর্ব জিতে আসা আরেকটি দল। সবদিক বিবেচনায় আগামী ১৪ থেকে ২০ মে মালদ্বীপে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে এএফসি।
এএফসি কাপে বাংলাদেশী ক্লাবদের সর্বোচ্চ সাফল্য আসে ২০১৯ এ। জোনাল সেমিফাইনাল খেলেছিলো ঢাকা আবাহনী। গতবার বাতিল হওয়া টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ খেলে বসুন্ধরা কিংস।