আজ থেকে কিরগিজস্তানের রাজধানী বিশকেকের দোলন ওমরজাকিভ স্টেডিয়ামে স্বাগতিক কিরগিজস্তান ও ফিলিস্তিনের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে থ্রি নেশন্স কাপের মাঠের লড়াই। আগামী ৫ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

কিরগিজস্তান সফররত জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দেরকে উৎসাহ দিতে কিরগিজস্তান পৌঁছেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তার সাথে কিরগিজস্তান গিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম হাসান সোহাগ এবং নারী উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

আজ তারা এবং পুরো দল কিরগিজস্তান ফিলিস্তিনের ম্যাচটি উপভোগ করবেন। উল্লেখ্য, আগামী ৫ সেপ্টেম্বর ফিলিস্তিন এবং ৭ সেপ্টেম্বর স্বাগতিক কিরগিজিস্তানের বিপক্ষে থ্রি নেশন্স কাপের ম্যাচে অংশ নেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এরপর ৯ সেপ্টেম্বর কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের সাথে একটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা।

Previous articleজেএফএ কাপ জয় দিয়ে শুরু করলো কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়া
Next articleজেএফএ কাপে মাগুরা ও রাজশাহীর জয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here