গত ১৫ ডিসেম্বর আসন্ন ফুটবল মৌসুমের জন্য দলবদল সম্পন্ন করে বাংলাদেশ প্রিমিয়ার লীগের ক্লাবগুলো। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে খেলোয়াড় তালিকা জমা দিতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। ফলে ফেডারেশন কাপে তাদের অংশগ্রহন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

তবে ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান বলছেন তারা সঠিক সময়ে দলবদল সম্পন্ন করেন। তবে ১৫ তারিখে ফরম মেইলের মাধ্যমে জমা দেয়ার পর কিছু ফরমে সমস্যা দেখা দিলে সেগুলো পরে জমা দেয়া হয়েছে। জটিলতা সৃষ্টি হলেও খেলার বিষয়ে আশাবাদী তিনি। তবে ফেডারেশনে কর্মরত দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তি নিশ্চিত করেন, নির্ধারিত সময়ে ব্রাদার্স ইউনিয়নের কোন কাগজপত্র তারা পাননি।

এদিকে বিষয়টি এখন আর লীগ কমিটির হাতে থাকছে না। এই বিষয়ে সিদ্ধান্ত নিবে এখন সিদ্ধান্ত নিবে বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। শনিবারই কমিটির মিটিং ডাকবেন বলে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

ফেডারেশন কাপে ব্রাদার্স ইউনিয়ন ‘বি’ গ্রুপে আছে। তাদের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ ও উত্তর বারিধারা ক্লাব।

Previous articleআগামীকাল থেকে স্কুল ফুটবলের চূড়ান্ত পর্ব
Next articleবয়স বিড়ম্বনা ছাপিয়ে ফিফা রেফারি মনি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here