২০২৪-২৫ মৌসুমের জন্য সবার আগে দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলো ফর্টিস এফসি। আজ বিকেলে বাফুফে ভবনে খেলোয়াড়দের নামের তালিকা জমা দিয়েছেন দলটির ম্যানেজার রাশেদুল ইসলাম। আগামী ২২ আগষ্ট দলবদল শেষ হবে।

গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের সেরা অবস্থানে ছিল ফর্টিস এফসি। ১২ দলের লিগে ৫ম স্থানে থেকে লিগ শেষ করে তারা। গত মৌসুমের দল থেকে ২২ জন রেখে দিয়েছে ক্লাবটি। নিজেদের একাডেমি থেকে নিয়েছে ৩ জনকে। বাকি ৮ ফুটবলার নতুন যুক্ত হয়েছেন। নতুনদের মধ্যে উল্লেখযোগ্য বিপলু আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ, পিয়াস আহমেদ নোভা, আতিকুর রহমান ফাহাদের মত পরিচিত মুখ।

এদিকে গত মৌসুমে খেলা চার বিদেশি এবারও ফর্টিসের ডেরায় থাকছেন। রক্ষণে উজবেক জাসুর জুমায়েভের উপর এবারও আস্থা রেখেছে তারা। মাঝমাঠে গত মৌসুমে আলো ছড়ানো ইউক্রেনিয়ান ভ্যালেরি গ্রিশিন এবারও থাকছেন। আক্রমণভাগে দুই গাম্বিয়ান পা ওমর বাবু ও ওমর সারকেও রেখে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আরেক গাম্বিয়ান ইসা জালো যুক্ত হয়েছেন। সবশেষ মৌসুমে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেন এই ডিফেন্ডার।

Previous articleনভেম্বরে হামজা’কে পেতে আশাবাদী বাফুফে
Next articleহচ্ছে না স্বাধীনতা কাপ ও সুপার কাপ; পিছিয়ে যাচ্ছে মৌসুম!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here