জমজমাট ভাবেই বঙ্গবন্ধু গোল্ডকাপ করার পরিকল্পনা ছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, স্পন্সর জোগাড় করেছে তারা। কিন্তু আবারো বাঁধা হয়ে দাড়ালো মহামারী করোনা! এই সময়ে দলগুলোর অনাগ্রহের ফলে পিছিয়ে যাবে টুর্নামেন্টটি।
বাফুফে’র ঘোষিত বর্ষপঞ্জিকায় ১ মার্চ থেকে ১১ মার্চে বঙ্গবন্ধু গোল্ডাকাপের সময় নির্ধারণ করা ছিলো। প্রায় ১০-১১ দেশকে আমন্ত্রণ জানিয়েও সাড়া পায়নি ফেডারেশন। ফিলিস্তিন, মালদ্বীপ, শ্রীলংকা, মালেশিয়া কোন দেশই আগ্রহ দেখায় নি। তবে এখনও আশাহত নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আরো কয়েকটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে তারা। তবে এতোগুলো দেশ সাড়া না দেয়ার পর অন্যরা কি দিবে তা নিয়ে চিন্তার ভাজ তো কপালে থাকবেই।
কিন্তু এখনও নির্দিষ্ট সময়ে টুর্নামেন্ট হবে না এমন কোন ঘোষণা আসেনি। বাফুফে’র সভা শেষেই মিলবে উত্তর। ইতিমধ্যে করোনার কারণের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশে আসার বিষয়ে ‘না’ করে দিয়েছে আফগানিস্তান। এছাড়া এএফসি থেকে আসতে পারে কেন্দ্রীয় ভেন্যুতে খেলার সিদ্ধান্ত। ফলে সব দিক থেকেই বিপাকে বাফুফে।