ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। স্প্যানিশ হেড কোচ হাভিয়ের ক্যাবরেরা বেছে নিয়েছেন মোট ৩৮ ফুটবলার। অনুশীলন শেষে তাদের মধ্য থেকেই চূড়ান্ত ২৮ জনকে বেছে নেবেন তিনি। প্রাথমিক দল নিয়ে আশাবাদী বাংলাদেশ কোচ। হামজাসহ দলে নতুন ডাক পাওয়া খেলোয়াড়দের দিকে বাড়তি নজর বাংলাদেশ কোচের।

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন শেফিল্ড ইউনাইটেড তারকা হামজা চৌধুরী। তার সঙ্গে ইতালির চতুর্থ স্তরে খেলা ফাহামেদুল ইসলামও প্রথমবার বাংলাদেশ দলে ডাক পেয়েছেন। তাদের নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ কোচ।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘হামজা শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছে। গত দুই ম্যাচেও মূল একাদশে ছিল এবং দলে তার দারুণ প্রভাব আশা করছি। ফাহমেদুল ইসলামের কথা বলি, সে অলবিয়া কালসিওর হয়ে সিরি ডি খেলছে ইতালিতে। তার আগে লোগোরনা ও লিভোরনোতে ছিল। তার বয়স ১৮ বছর, লেফট ব্যাক ও লেফট উইং ব্যাক হিসেবে খেলে। বয়স কম হলেও ইউরোপের ভালো সিনিয়র পর্যায়ে সে খেলে ফেলেছে। আমাদের বিশ্বাস দলকে ভালো কিছু এনে দেবে।’

এবারের লিগে দেশিদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা মোহাম্মদ আল-আমিনকেও দলে রেখেছেন ক্যাবরেরা। ভালো পারফর্ম করে দলে ফিরেছেন মোহাম্মদ ইব্রাহিমের মত পুরোনো তারকারা। ক্যাবরেরার বিশ্বাস ঘরোয়া লিগে ভালো করা ফুটবলারদেরই দলে জায়গা হয়েছে।

এ বিষয়ে তিনি বলেন, ‘দলের ৩৬ ফুটবলার বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছে। গত দুই বছর অনেক ফুটবলার আমাদের সঙ্গে ছিল। তাদের সঙ্গে আমাদের জানাশোনা ভালো এবং লিগেও তারা ভালো পারফর্ম করছে। কিছু ফুটবলার আমাদের সঙ্গে না থাকলেও আমরা বিশ্বাস করি, লিগ ও ফেডারেশন কাপের পারফরম্যান্স অনুযায়ী তারা দলকে আরো ভালো পর্যায়ে নিতে পারবে।’

প্রাথমিক দলে ৩৮ জন জায়গা পেলেও সৌদি আরবের ক্যাম্পে জায়গা হবে ২৮ জনের। আর সে ২৮ জনই থাকবেন ভারতের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে।

Previous articleভারত ম্যাচের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা; হামজা ছাড়াও রয়েছে আরেক প্রবাসী
Next articleবাফুফের নতুন চুক্তি: বিদ্রোহী ১৮ ফুটবলারকে বাইরে রেখে পরিকল্পনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here