অবশেষে আসন্ন মৌসুম শুরু হওয়ার সময় নির্ধারণ করলো পেশাদার লীগ কমিটি। ১৯ ডিসেম্বর ফেডারেশন কাপের মধ্য দিয়ে করোনায় বন্ধ থাকা ফুটবল আবার মাঠে গড়াবে। নতুন মৌসুমের জন্য আগামী ১ নভেম্বর হতে শুরু হবে দলবদল যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
আজ অনুষ্ঠিত পেশাদার লীগ কমিটির সভায় ১ নভেম্বর প্রিমিয়ার লিগ ফুটবলের দলবদল শুরুর সিদ্ধান্ত নেয়া হয় যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ১৯ ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে ২০২০-২১ মৌসুম। দেশীয় খেলোয়াড়রা নিজেদের পূর্বের ক্লাবেই খেলবে। তবে কোনো ক্লাব কর্তৃক খেলোয়াড় ছাড় করাতে চাইলে তাদের নাম আগামী ৩০ অক্টোবরের মধ্যে জানাতে যথাযথ কর্তৃপক্ষকে। প্রতি ক্লাব সর্বোচ্চ ৪ জন বিদেশী খেলোয়াড় রেজিস্ট্রেশন করাতে পারবে। যার মধ্যে একজন এশীয় থাকা বাধ্যতামূলক।
গেল মৌসুমের ক্লাবগুলোর সাথে চুক্তিবদ্ধ খেলোয়াড়রা তাদের বকেয়ার শতকরা ৩৫ ভাগ অর্থ পাবেন। এই অর্থ ২০২০-২১ মৌসুমে সাইনিং মানি হিসেবে পাবেন তারা।
করোনার কারণে প্রিমিয়ার লীগে ভেন্যু কমানো সম্ভাবনা আগে থেকেই ছিলো। আলোচনায় ঢাকা এবং আশপাশের ছয়টি ভেন্যুতে আসন্ন প্রিমিয়ার লিগের খেলা চালানোর মতামত দেয়া হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা আর্মি স্টেডিয়াম, শহীদ বরকত স্টেডিয়াম গাজীপুর, মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম নরসিংদী, বিকেএসপি এবং কুমিল্লা জেলা স্টেডিয়াম সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে। এর মধ্য থেকেই ৩-৪ টি ভেন্যু চূড়ান্ত হবে।