চিরচেনা মাঠ, চিরচেনা প্রতিদ্বন্দ্বী নেপাল। তবে এক নতুনরূপে বাংলাদেশ ফুটবল দল। মাঠের লড়াইয়ে ফুটে উঠেছে জেতার জন্য কতটা ক্ষুদার্থ খেলোয়াড়েরা। আজ আট মাস পর মাঠে নামে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালের সাথে ২-০ গোলে জয় পেয়েছে তারা। দলের এই জয়ে খুশি হয়ে তাদের জন্য ১০ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ফেডারেশনের নির্বাচনের পর সভাপতি চেয়েছেন জাতীয় দলের ভালো ফলাফল। সবরকম সুযোগ সুবিধার বিনিময়ে খেলার ফলাফল আশানুরূপ চেয়েছিলেন তিনি। দীর্ঘদিন পর জামাল-জীবনরা জয়ে ফিরেছেন। দ্বিতীয় ম্যাচের আগে মঙ্গলবার পুরষ্কারের অর্থ স্কোয়াডে থাকা খেলোয়াড়েরা হাতে পাবেন বলে জানানো হয়েছে।

পুরস্কারের বিষয়ে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুকে উৎসর্গ করে এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বাংলাদেশ নেপালকে ২-০ ব্যবধানে হারিয়েছে। আমরা খুশি। তাই কাজী সালাউদ্দিন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার পুরস্কার ঘোষণা দেয়া হয়েছে।’

Previous articleতৃপ্ত নন জেমি; সন্তুষ্ট মহারজন
Next articleদল থেকে ছিটকে গেলেন শহীদুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here