দফায় দফায় আলোচনার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লীগ কমিটি সিদ্ধান্ত নেয় আসন্ন নতুন মৌসুমে গত চুক্তির ২৫ শতাংশ অর্থে ফুটবলাররা ক্লাবগুলোর সাথে চুক্তি করবে। কিন্তু খেলোয়াড়দের দাবি ছিলো ৫০ শতাংশ টাকা। লীগ কমিটি একপ্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলায় ক্ষিপ্ত ফুটবলাররা। ফলে আগামী পাঁচ অক্টোবর বাফুফে ভবনে নিজেদের স্বার্থ রক্ষার আন্দোলনে যাবে ফুটবলাররা।
গত মৌসুমে লীগের ম্যাচ হয়েছে ৫-৬ টি। তবে এগুলোর পাশাপাশিও ফেডারেশন কাপে ২-৫ টি ম্যাচ খেলেছে ফুটবলাররা। এগুলো খেলেই পুরো মৌসুমের টাকা পাবে তারা। সাথে নতুন মৌসুমে আগের চুক্তি ২৫ শতাংশ টাকা দিতে চায় ক্লাবগুলো। এই সিদ্ধান্তে একপ্রকার রাজি হয়ে ডিসেম্বরের মধ্যে নতুন মৌসুম শুরুর পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে। তবে তাতে রাজি নয় ফুটবলাররা।
ক্লাবগুলোর বক্তব্য অল্প কিছু ম্যাচের পরও খেলোয়াড়দের গত মৌসুমের পুরো টাকার পাশাপাশি আসন্ন মৌসুমের ২৫ শতাংশ দেয়া হবে, তাহলে অবশ্যই খেলোয়াড়দের পক্ষেই রয়েছে সিদ্ধান্ত। কিন্তু খেলোয়াড়দের মতে এটাই তাদের রুজি-রুটি। এতোদিন মাঠের বাইরে থাকায় পরিবার চালাতে অনেকের হিমশিম খেতে হচ্ছে। সকল বিষয় বিবেচনায় তারা ৫০ শতাংশ অর্থ দাবি করছে।
যেহেতু লীগ কমিটি ক্লাবগুলোর সাথে একমত, তাই খেলোয়াড়রা আন্দোলনে যেতে চায়। পাঁচ অক্টোবর বাফুফে ভবনে যাওয়ার একটি সিদ্ধান্ত নিয়েছে তারা। অনেক ফুটবলার সেখানে জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে।