চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপ শুরু করেছে ঢাকা আবাহনী। আজ কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে দুই আবাহনী মুখোমুখি হয়েছিলো। এই ম্যাচ দিয়ে দুই দলের ফেডারেশন কাপের যাত্রা শুরু হয়েছে। ম্যাচটিতে ৩-০ গোলে জয় পায় ঢাকা আবাহনী। এই মৌসুমে লীগ ও ফেডারেশন কাপ মিলিয়ে রহমতগঞ্জের পর একমাত্র ঢাকা আবাহনীই নিজের জয়ের ধারা অব্যহত রাখতে পেরেছে।

ম্যাচের ১৮ মিনিটে আবাহনীর গোলের শুরুটা করেন সুমন রেজা। কামরুল ইসলামের ফ্রি কিক থেকে গোলটি করেন এই স্ট্রাইকার। চট্টগ্রাম আবাহনীর এক ডিফেন্ডার সেই গোল ক্লিয়ার করতে চাইলেও এর আগেই বল গোললাইন ক্রস করে ফেলে। এই গোল নিয়ে রেফারীদের সাথে তর্কে লিপ্ত হয় চট্টগ্রাম আবাহনী। এতে করে খেলা বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। তবে রেফারী নিজের সিদ্ধান্তে অটল থেকে গোলের সিদ্ধান্ত জানান।

ম্যাচের বাকি দুইটি গোল হয় একেবারে দিকে। ৭৬ মিনিটে দলের ব্যবধান বাড়ান মোহাম্মদ ইব্রাহিম। মাঝমাঠের নিচ থেকে সতীর্থ খেলোয়াড়ের বাড়ানোর লম্বা পাস থেকে বল নিয়ে মাঠের বামদিক দিয়ে বক্সের ঢুকেন ইব্রাহিম; এরপর চট্টগ্রাম আবাহনীর এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা বের করে নিয়েই নিজেই গোলমুখে শট করেন। বল আটকাতে গোলরক্ষকে ঝাপিয়ে পড়লেও গোল হওয়া থেকে বলকে আটকাতে পারেন নি। এতে ২-০ তে এগিয়ে যায় ঢাকা আবাহনী লিমিটেড।

Previous articleআসন্ন বাফুফে সভায় প্রাধান্য পাবে যে বিষয়গুলো!
Next articleমোহামেডানকে মাটিতে নামালো রহমতগঞ্জ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here