নারী সাফের প্রস্তুতি নিতে ভুটান নারী ফুটবল দলের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে গিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচে গত বুধবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় তুলে নিয়েছিল বাঘিনীরা। আজ দ্বিতীয় ম্যাচেও শুরুতে পিছিয়ে পড়ে বাংলাদেশ, সেটাও আবারো ২ গোলে! কিন্তু শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তনে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সাফের বর্তমান চ্যাম্পিয়নরা।

ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের ১৪তম মিনিটে ভুটানকে এগিয়ে দেন লাজম। ২১তম মিনিটে এই স্ট্রাইকারই স্বাগতিকদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। দুই গোল হজম করে হুস ফেরে বাংলাদেশের। ৩৫তম মিনিটে দারুন ফিনিশিংয়ে ব্যবধান কমান অধিনায়ক সাবিনা খাতুন। মিনিট পাঁচেক পর দারুন চিপে বাংলাদেশকে সমতায় ফেরান মোসাম্মৎ সাগরিকা। ফলে ২-২ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধেও দাপট দেখিয়েছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানও ভীতি ছড়ানোর চেষ্টা করে। তবে বদলি নামা ঋতুপর্ণা চাকমা ম্যাচের গতিপথ বদলে দেন। ৬২তম মিনিটে ডান প্রান্ত থেকে তার বাড়ানো বল ভুটানের এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়িয়ে যায়, ফলে ৩-২ গোলের লিড পায় বাংলাদেশ। এরপর ম্যাচের অন্তিম মুহূর্তে ৮৬তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলায় বল পেয়ে জালের ঠিকানা খুঁজে নেন ঋতুপর্ণা। ফলে ৪-২ গোলের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

Previous articleএক রাউন্ড বাকি রেখেই সমাপ্ত অ-১৮ লিগ; অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
Next articleজোড়া টুর্নামেন্টের জন্য বাংলাদেশ অ-২০ দল ঘোষিত!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here