বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা পঞ্চম শিরোপা নিয়ে শিরোপা উৎসবে মেতে উঠলো বসুন্ধরা কিংস। গত সপ্তাহে মোহামেডানকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ফেলে কিংস। এবার ঘরের মাঠে তাদের হাতে শিরোপা তুলে দেওয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে শিরোপা তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি, পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

ঘরের মাঠে শিরোপা উৎসব করলেও জয়ের দেখা পায়নি বসুন্ধরা কিংস। ১৬তম রাউন্ডের ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিনে ডরিয়েলটন গোমেজের ক্রস থেকে হেডে গোল করে কিংসকে এগিয়ে দেন এমফন উদোহ। তবে বিরতি থেকে ফিরেই বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোলে পুলিশকে সমতায় ফেরান মাহদী খান। এরপর ৬৯তম মিনিটে এডওয়ার্ড মরিলোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় পুলিশ। অবশ্য মিনিট দুয়েক পরই ডরিয়েলটন গোল করে দলকে সমতায় ফেরান। এরপর ম্যাচের বাকি সময় একই স্কোরলাইন বজায় থাকলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

এদিকে দিনের প্রথম ম্যাচেও কেউ জেতেনি। রাজশাহীতে গোলশূন্য ড্র করেছে ফর্টিস এফসি ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য লড়তে থাকে দুই দল। কিন্তু বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেও কেউই জালের ঠিকানা খুঁজে পায়নি। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচ। আর সমান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

Previous articleসদ্যপুস্কুরুনীর কাছে জয়রথ থামলো ছোটনের আর্মির!
Next articleকিংস অ্যারেনায় মুগ্ধ পাপন, বাকিদেরও এগিয়ে আসার আহ্বান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here