দেশের ফুটবলে প্রবাসী ফুটবলাদের অন্তর্ভুক্তির ধারা আরো জোরে হাওয়া লাগলো। আসন্ন কিরগিস্তান ত্রিদেশী ফুটবল সিরিজের ২৩ সদস্যে বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছে দুই প্রবাসী ফুটবলার রাহবার খান ও তাহমিদ ইসলাম।
আজ (মঙ্গলবার) কিরগিস্তান সিরিজের দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ জেমি ডেমি। স্কোয়াডে চমক হিসেবেরই এসেছে কানাডা প্রবাসী রাহবার খান ও ফ্রান্স প্রবাসী তাহমিদ ইসলামের নাম। রাহবার খান খেলেছেন কানাডিয়ান ক্লাব নর্থ টরেন্টো সকার ক্লাবে এবং তাহমিদ ইসলাম খেলেন ফ্রান্সের উসা ভার্তো ক্লাবে।
এই দুই চমক ছাড়া প্রত্যাশিতভাবে দলে বেশি ফুটবলার রয়েছে চ্যাম্পয়িন বসুন্ধরা কিংসের। ক্লাবটির ৯ জন ফুটবলার জায়গা করে নিয়েছে জেমির দলে। ৪ জন সাইফ স্পোর্টিং ক্লাব, ৩ জন ঢাকা আবাহনী থেকে ডাক পেয়েছে। বাকি একজন করে ফুটবলার রয়েছে শেখ জামাল, উত্তর বারিধারা, মুক্তিযোদ্ধা সংসদ, মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী থেকে।
বাংলাদেশ দলঃ
গোলকিপারঃ আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম সোহেল
ডিফেন্ডারঃ তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, ইয়াসিন আরাফাত, রহমত মিয়া, মেহেদি হাসান মিঠু, রেজাউল করিম, মোহাম্মদ আতিকুজামান, রিয়াদুল হাসান রাফি।
মিডফিল্ডারঃ মাশুক মিয়া জনি, জামাল ভুঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, রাকিব হোসেন, নায়েব তাহমিদ ইসলাম।
ফরোয়ার্ডঃ বিপলু আহমেদ, মাহাবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, রাহবার ওয়াহেদ খান।