বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম গুরুত্বপূর্ণ পদ সাধারণ সম্পাদক। অন্যান্য পদগুলো নির্বাচনের মাধ্যমে গঠিত হলেও এই পদ হলো চুক্তিভিত্তিক। বাফুফের অন্যতম গুরুত্বপূর্ন এই পদে মেয়াদ বাড়ছে বর্তমানে দায়িত্ব পালন করা ইমরান হোসেন তুষারের।

গত বছর সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ দুর্নীতির দায়ে নিষিদ্ধ হলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ইমরান হোসেন তুষারকে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ২০২৪ সালের জন্য তিনি বাফুফের সাধারণ সম্পাদক হিসেবে স্থায়ী নিয়োগপ্রাপ্ত হন। এবার তার সঙ্গে আরো ২ বছরের চুক্তি নবায়ন করলো বাফুফে। বাফুফের নতুন কমিটির দ্বিতীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইমরান হোসেন তুষার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী ও প্রটোকল কর্মকর্তা হিসেবে কাজ করেছেন বেশ কয়েক বছর। এরপর বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ পান। সাড়ে পাঁচ মাস দায়িত্ব পালন করার পর বাফুফের স্থায়ী সাধারণ সম্পাদক হন তিনি। এবার তার সঙ্গে আরো ২ বছরের জন্য চুক্তি বাড়ালো বাফুফে। চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাফুফের সাধারণ সম্পাদক থাকছেন ইমরান হোসেন তুষার।

Previous articleমোহামেডানকে মাটিতে নামালো রহমতগঞ্জ!
Next articleনতুন বছরে বাড়ছে রেফারিদের সুযোগ-সুবিধা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here