দুই মাসের জন্য অব্যহতী দেয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে’কে। অর্থ্যাৎ জেমির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নি বাফুফে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে জামালদের দায়িত্বে থাকবেন অস্কার ব্রুজন।
আপাতত দুই মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অস্কার ব্রুজন। বাংলাদেশ দলের সাথে তার পরিকল্পনা তিনটি টুর্নামেন্ট নিয়ে। সাফ চ্যাম্পিয়নশীপ, যুব এশিয়ান কাপ বাছাই ও শ্রীলংকার চার জাতি টুর্নামেন্ট।
বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ সংবাদ মাধ্যমকে, ‘জেমিকে ৩ মাসের জন্য অব্যাহতি দেয়া হয়েছে। আজ শুক্রবার বাফুফের জাতীয় দল বিষয়ক কমিটির সভায় মূল আলোচ্য বিষয়ই ছিল জেমির ভবিষ্যৎ। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
অস্কার ব্রুজনকে কোচ করার বিষয়ে নাবিল বলেন,‘গত দুই তিন বছরে সে আমাদের ঘরোয়া পর্যায়ে সবচেয়ে সফল কোচ। জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় তার ক্লাবের। বিচার বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
অপর দিকে জাতীয় দলের ম্যানেজার করা হয়েছে সত্যজিৎ দাস রুপুকে।