আরো দুইবছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে মেয়াদ বেড়েছে আবু নাঈম সোহাগের। আজ বাফুফে ভবনে এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

২০০৫ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যুক্ত হন আবু নাঈম সোহাগ। ম্যানেজার অফ কম্পিটিশন্স কাজ শুরু করেন তিনি। ২০১১ সালে তৎকালীন সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী মৃত্যুবরণ করলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান সোহাগ। এরপর ২০১৩ সালে তাকে ঐ পদে নিযুক্ত করে ফেডারেশন। এই নিয়ে তৃতীয় দফা তার সাথে চুক্তি নবায়ন করেছে তারা।

আবু নাঈম সোহাগের সাথে আরো দুই বছর নবায়ন হওয়ার পাশাপাশি সভায় উপস্থিতরা ডেপুটি জেনারেল সেক্রেটারি নিয়োগ দেয়ার প্রস্তাব করেছে। ফেডারেশনের গঠনতন্ত্রেই রয়েছে এই নিয়ম। এই বিষয়েও আলোচনা হবে বলে জানা যায়।

Previous articleকোয়ারান্টাইন ইস্যুতে পেছাতে পারে বিপিএলের খেলা!
Next articleজুনেই শুরু হবে এলিট একাডেমির কার্যক্রম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here