বিশ্বকাপ ও এশিয়ান কাপের দ্বিতীয় লেগে ভারতের বিপক্ষে আগামীকাল মাঠে নামবে বাংলার ফুটবল যোদ্ধারা। প্রথম লেগে ভারতের হৃদস্পন্দন কাঁপিয়ে দেওয়ার পর বাংলাদেশী ফুটবলারদের হেলাফেলা করার আর কোনো সুযোগ নেই। ভারতের খেলোয়াড়রা যে প্রতিপক্ষকে সমীহ করতে বাধ্য তা আর বলার অপেক্ষা রাখে না। তাই ম্যাচটি প্রচুর চ্যালেঞ্জিং হবে তার ইঙ্গিতও দিয়েছেন বাংলাদেশের কাপ্তান জামাল ভূঁইয়া।
বড় ম্যাচে ভক্তদের সমর্থন বাড়তি উন্মাদনা সৃষ্টি করে। তাই ভারতের সাথে এই ম্যাচ কাতার প্রবাসী বাংলাদেশী সমর্থন চেয়েছেন জামাল ভূঁইয়া।তিনি বলেন,
‘ভারতের বিপক্ষে বিগ ম্যাচ। গুরুত্বপূর্ণ ম্যাচ। কাতারে যারা বাংলাদেশী আছেন, তারা যেন মাঠে আসেন। তাদের সমর্থন ও দোয়া প্রয়োজন। আশা করছি, ভালো ফল করতে পারবো।’
ভারতের সাথে মানে বাড়তি চ্যালেঞ্জ। তার সাথে আবেগ অনুভূতি। তাই ম্যাচটি নিয়ে ফুটবল বোদ্ধাদের মাঝে বেশি আকর্ষণ কাজ করবে। ম্যাচটিতে আফগানদের বিপক্ষে ড্র বাড়তি অনুপ্রেরণা দিবে খেলোয়াড়দের। এই নিয়ে জামাল ভূঁইয়া বলেন,
‘আমাদের দলের আত্মবিশ্বাসের কমতি নেই। আফগানিস্তানের বিপক্ষে জেতার মতো অবস্থা ছিল। সেই ম্যাচের আত্মবিশ্বাস পুঁজি করেই ভারতের বিপক্ষে লড়াই করবো। আমরা কালকের ম্যাচের জন্য তৈরি আছি। দেশের জন্য খেলবো, জেতার জন্য খেলবো।’