বাংলাদেশের জাতীয় ফুটবল দলে যুক্তরাজ্যপ্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরীর অভিষেক ইতিমধ্যে ভারতে হয়ে গেছে। তবে দেশের মাটিতে তাঁকে প্রথমবারের মতো দেখতে অপেক্ষা ছিল ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। তবে সেই অপেক্ষার অবসান ঘটতে পারে আরও আগে, ঢাকার জাতীয় স্টেডিয়ামেই ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দলের কমিটি গতকাল এক সভায় সিদ্ধান্ত নিয়েছে, ৫ জুন একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচেই দেশের মাঠে অভিষেক হতে পারে হামজার। সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবেই এই ম্যাচটি আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।
কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন,
“৫ জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলব। প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। আমরা কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। যেহেতু ঢাকায় খেলা হবে, আমরা চাই ম্যাচটি ঢাকাতেই হোক। এজন্য কয়েকটি দেশকে আমন্ত্রণ জানিয়েছি।”
প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ হিসেবে সুদান, ভুটান ও সাইবেরিয়ার নাম উঠে এসেছে আলোচনায়। তবে সবচেয়ে এগিয়ে রয়েছে সুদানের নাম। বাবু আরও বলেন,
“আমরা সুদানকে একটু এগিয়ে রেখেছি। দু-এক দিনের মধ্যেই বিষয়টি নিশ্চিত করব।”
এই দুটি ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ৩১ মে। যদিও এখনো নিশ্চিত হয়নি কবে দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী।