জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আজ শনিবার থেকে শুরু হওয়া এএফসি ‘এ’ ডিপ্লোমা কোর্সে যোগ দিয়েছেন। কোর্স চলাকালীন বাফুফে একাডেমির উদীয়মান ফুটবলারদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

কথোপকথনের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলার হামজা চৌধুরীর আসন্ন অভিষেক। লেস্টার সিটির হয়ে খেলা এই প্রতিভাবান মিডফিল্ডার আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে পারেন। বিষয়টি নিয়ে অত্যন্ত আশাবাদী এবং উচ্ছ্বসিত জামাল ভূঁইয়া।

জামাল হামজার অভিষেক নিয়ে বলেন,

এটা বাংলাদেশের ফুটবলের জন্য বিশাল অর্জন। হামজা সর্বোচ্চ পর্যায়ে, প্রিমিয়ার লিগে খেলছেন। তাঁর মতো আরও তিন-চারজন থাকলে দেশের ফুটবলের জন্য দারুণ হবে। হামজার আগমন আমাদের সবার জন্য ইতিবাচক।

হামজা চৌধুরীর মতো একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের অন্তর্ভুক্তি জাতীয় দলের মান বাড়াবে বলে মনে করেন জামাল। তাঁর মতে, এমন অভিজ্ঞতা ও প্রতিভাধর ফুটবলারদের সমন্বয়ে বাংলাদেশ দল নতুন উচ্চতায় পৌঁছাবে।

Previous articleঢাকায় ফিরেই কোচিং কোর্সে জামাল; সময় কাটিয়েছেন একাডেমির তরুণ ফুটবলারদের সাথে
Next articleরহমতগঞ্জকে হারিয়ে দ্বিতীয় স্থান মজবুত করলো আবাহনী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here