গত ৩ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জমজমাট নির্বাচন অনুষ্ঠিত হলেও নিষ্পত্তি হয়নি একটি পদের। ২১টি পদের মধ্যে ফল নিষ্পত্তি হয়েছিল ২০ পদের। সহ-সভাপতির চারটি পদের মধ্যে শেষ একটি পদে দুই প্রার্থী সমান ৬৫ ভোট পায়। ফলে পূর্বের ঘোষণা অনুযায়ী এই একটি পদে আবারও নির্বাচন হবে আগামী ৩১ অক্টোবর।

এই নির্বাচনে দুই প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়াল ও সমন্বয় পরিষদের মহিউদ্দিন আহমেদ মহি। নির্বাচনটি বাফুফে ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভেন্যু পরিবর্তন করে হোটেল সোনারগাঁওয়ে নেওয়া হয়েছে। তছাড়া ভোট দেওয়ার সময় কমিয়ে এনেছে নির্বাচন কমিশন। মাত্র দেড় ঘন্টায় অনুষ্ঠিত হবে এই ভোট কার্যক্রম। ভোট গ্রহন শুরু হবে সকাল সাড়ে ১১টা থেকে।

এই নির্বাচনে ১৩৯ জন ভোটার তাদের ভোট দিতে পারবেন। কিন্তু চিন্তার বিষয়, একটি মাত্র ভোট দিতে সবাই আসবেন তো?

Previous article৯ জানুয়ারী মোহামেডানের নির্বাচন!
Next articleনেপাল ম্যাচের প্রাথমিক দল ঘোষনা; খেলা বঙ্গবন্ধু স্টেডিয়ামে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here