বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে মনোনয়নপত্র বিক্রয়। প্রথম দিনে পাঁচজন মনোনয়নপত্র ক্র‍য় করলেও দ্বিতীয় দিনে ক্রয় করেছেন এগারো জন। ৫-৭ সেপ্টেম্বর নির্বাচনের মনোনয়ন পত্র বিক্রয় করবে ফেডারেশন। মতিঝিলস্থ বাফুফে ভবনে প্রতিদিন সকাল ১১.০০ টা হতে বিকেল ৫.০০ টা পর্যন্ত এই কার্যক্রম চলছে।

আজকে ২য় দিনে সর্বমোট ১১ টি মনােনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি এবং অতিরিক্ত আইজিপি জনাব শেখ মুহম্মদ মারুফ হাসান সহ-সভাপতি পদের জন্য মনােনয়নপত্র ক্রয় করেন। সদস্য পদের জন্য ক্রয় করেন জনাব আব্দুল ওয়াদুদ পিন্টু, জনাব মােহাম্মদ সাব্বির হােসেন, জনাব মহিদুর রহমান মিরাজ, জনাব মনজুরুল আহসান, জনাব ইমতিয়াজ সুলতান জনি, হাজী মােঃ রফিক, জনাব আ ন ম আমিনুল হক মামুন, জনাব মােঃ আরিফ হােসেন মুন, এ্যাড সাইফুল ইসলাম এবং সৈয়দ মােস্তাক আলী মুকুল।

এ তথ্য নিশ্চিত করে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান,’আগামীকাল মনোনয়ন পত্র ক্রয়ের শেষ দিন। ভীড় একটু বেশী হতে পারে, তবে আমরা প্রস্তুত থাকবো।’

আগামী মাসের ৩ তারিখে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Previous articleনির্বাচন পেছানোর আবেদন করেছে বিডিডিএফএ!
Next articleবড় জরিমানা গুনতে হচ্ছে শেখ রাসেল কেসি’কে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here