একবছর পরে আন্তজার্তিক ফুটবলে ফিরেছে মালদ্বীপ, অন্যদিকে গত সেপ্টেম্বরেও ফিফা উইন্ডোতেও ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে বাংলাদেশ-মালদ্বীপের ম্যাচে ফলাফলের চিত্র পুরোপুরি উল্টো। একবছর পর মাঠে ফেরা মালদ্বীপের কাছে প্রথম ম্যাচে ১-০ তে হারে বাংলাদেশ। পরাজিত হলেও দল ভালো খেলেছে বলে দাবি বাংলাদেশ দলের কোচ ও খেলোয়াড়দের।প্রথম ম্যাচে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে জয় চায় লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম ম্যাচে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে জয় পেতে চায় কোচ হ্যাভিয়ার ক্যাবররা। তার ভাষ্য অনুযায়ী খেলোয়াড়েরা প্রস্তুত আছে,

“আমাদের প্রথম ম্যাচের রেজাল্ট খুব বাজে ছিলো, তবে আমাদের পারফরম্যান্স খুব ভালো ছিলো। গতকালের রিকভারি সেশনের পর আগামী ম্যাচের জন্য খেলোয়াড়রা শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত। আগামী ম্যাচে চাওয়াটা বরাবরের মতো বেশীই থাকবে। এখন আমাদের নজর আগামীকালের ম্যাচে জয় পাওয়া।”

গত ম্যাচে মালদ্বীপের সাথে গোল করার বেশ ভালো সুযোগ পেয়েছিলো বাংলাদেশ। তবে নিজেদের শিশুসুলভ ভুলের কারণে গোল ছাড়া করে তারা। এই প্রসঙ্গে ক্যাবররা,

“গতকাল আমরা গোলে সুযোগ পেয়েছিলাম। কিন্তু গোল করতে পারি নি। এটা আসলে ব্যাখ্যা করা কঠিন আমরা কি জন্য গোলের সুযোগ মিস করেছি। আগামী ম্যাচে আমি বিশ্বাস করি খেলোয়াড়েরা এবার একটা গোল হলেও করতে পারবে।”

মালদ্বীপের বিপক্ষে খুব বাজে খেললেও কোচের মতো দলের মিডফিল্ডার সোহেল রানার মুখে ছিলো উল্টো সুর। তার মতে দল খুব ভালো খেলেছে, এছাড়া তিনি দ্বিতীয় ম্যাচে শক্তিশালী হয়ে ফিরে আসার আশ্বাসও দিয়েছেন,

“প্রথম ম্যাচে আমাদের গোল করার অনেক সুযোগ ছিলো কিন্তু আমরা তা কাজে লাগাতে পারি নি। প্রথম ম্যাচ থেকে আমরা এখন পরবর্তী ম্যাচের দিকে নজর দিচ্ছি; প্রথম ম্যাচটা আমরা যেভাবে খেলেছি আশা করছি দ্বিতীয় ম্যাচে ভালোভাবে কামব্যাক করবো। কারণ দলের প্রত্যেকটা খেলোয়াড়ের আত্মবিশ্বাস আছে আমরা ভালোভাবে কামব্যাক করতে পারবো। আমরা প্রথম ম্যাচে অনেম ভালো খেলেছি, কিন্তু শেষ পর্যন্ত আমরা ম্যাচটা হেরে গিয়েছি।”

Previous articleসাফজয়ী পাঁচ নারী ফুটবলারকে সংবর্ধিত করল বিকেএসপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here