বাংলাদেশের ফুটবলের অন্যতম প্রধান ভেন্যু কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। দেশের ঘরোয়া ফুটবল বিশেষ করে চ্যাম্পিয়নশিপ লিগ,সিনিয়র ডিভিশন, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ,পাইওনিয়ার লিগসহ বয়সভিত্তিক দল এমনকি নারী দলের খেলা ও অনুশীলনের মূল ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই মাঠটি। তবে মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে কমলাপুরের টার্ফ খেলার অনুপযোগী। এবার সেখানে আসছে নতুনত্বের ছোঁয়া।

ইতিমধ্যেই তুলে ফেলা হয়েছে পরিত্যক্ত টার্ফটি। এখন মাঠের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করা হবে এরপর বসানো হবে স্প্রিংকলার সিস্টেম। আগামী ফেব্রুয়ারিতে আসবে ফিফার প্রদত্ত নতুন টার্ফ। টার্ফ স্থাপন করে মাঠকে পুরোপুরি খেলার উপযোগী করে তুলতে এপ্রিলের শেষ সপ্তাহ বা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। এরপরই ম্যাচ আয়োজন করা যাবে এই মাঠে।

এর আগের মেয়াদে কমলাপুরের টার্ফ মাত্রাতিরিক্ত ব্যবহারে নির্ধারিত সময়ের আগেই কার্যক্ষমতা হারায়। যার পরিপ্রেক্ষিতে খেলোয়াড়দের জন্য মৃত্যুকূপ হিসেবে অধিষ্ঠিত হয় মাঠটি। যার কারণে তুমুল সমালোচনা হয়। তাই এবার নতুন আঙ্গিকে সংস্কার হওয়া কমলাপুরের টার্ফ সঠিকভাবে ব্যবহার করা হবে এমনটাই প্রত্যাশা সবার।

Previous articleআবাহনীর সহজ জয়, রহমতগঞ্জের গোল উৎসব
Next articleনারী দলের সাফ জয় থেকে লাল সবুজের হামজা- ফিরে দেখা দেশের ফুটবলের ২০২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here